ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একই ছবিতে রয়েছেন দুটি ঐশ্বরিয়া

বিনোদন ডেক্স:

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘পোন্নিইন সেলভান ১’। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। তবে ছবিটিতে আছেন আরেক ঐশ্বরিয়া—ঐশ্বরিয়া লক্ষ্মী। ছবির পুঙ্গুঢালি চরিত্রে অভিনয় করেছেন এই মালয়ালম অভিনেত্রী। মুক্তির পর ছবির অন্য পাত্রপাত্রীদের সঙ্গে ঐশ্বরিয়ার কাজেরও প্রশংসা হচ্ছে। ক্যারিয়ারের শুরুর দিকেই মণিরত্নমের মতো পরিচালকের ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত এই অভিনেত্রী।

ছবিটি নিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনয় থেকে শুরু করে প্রচার—পুরো টিমের সঙ্গে কাজ করে অসাধারণ অভিজ্ঞতা হলো। আশা করি, ছবিটির জন্য যতটা প্রশংসা পাচ্ছি, সবকিছুরই আমি যোগ্য। গত কয়েক দিনে পাওয়া এই ভালোবাসা সব সময়ই থাকুক। নিজের বিছানায় নির্ঘুম রাতে মনে পড়ছে ছবির প্রিয় কিছু দৃশ্য শুটিংয়ের কথা।’ মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আগে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ছবির লুক টেস্ট দিতে চেন্নাই গিয়ে চোখ ছানাবড়া। এত এত শিল্পী…ছবির কলাকুশলীরাও নামকরা। আর মণিরত্নমের কথা কী বলব, চার দশক ধরে তিনি কাজ করছেন। প্রথম দর্শনে খুবই আবেগপ্রবণ হয়ে যাই।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘পুঙ্গুঢালি খুবই শক্তিশালী এক নারী চরিত্র। ছোট একটা নৌকায় চেপে এক রাতে সমুদ্র পাড়ি দেয়। সমাজ তাকে কী২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়। ভাবে দেখে, পুঙ্গুঢালি এসব পরোয়া করে না। আবার সে নারীবাদী। তবে বাস্তব জীবনে আমার পুঙ্গুঢালির অর্ধেক সাহসও নেই।

 

 

ট্যাগস

একই ছবিতে রয়েছেন দুটি ঐশ্বরিয়া

আপডেট সময় ০২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

বিনোদন ডেক্স:

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘পোন্নিইন সেলভান ১’। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। তবে ছবিটিতে আছেন আরেক ঐশ্বরিয়া—ঐশ্বরিয়া লক্ষ্মী। ছবির পুঙ্গুঢালি চরিত্রে অভিনয় করেছেন এই মালয়ালম অভিনেত্রী। মুক্তির পর ছবির অন্য পাত্রপাত্রীদের সঙ্গে ঐশ্বরিয়ার কাজেরও প্রশংসা হচ্ছে। ক্যারিয়ারের শুরুর দিকেই মণিরত্নমের মতো পরিচালকের ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত এই অভিনেত্রী।

ছবিটি নিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনয় থেকে শুরু করে প্রচার—পুরো টিমের সঙ্গে কাজ করে অসাধারণ অভিজ্ঞতা হলো। আশা করি, ছবিটির জন্য যতটা প্রশংসা পাচ্ছি, সবকিছুরই আমি যোগ্য। গত কয়েক দিনে পাওয়া এই ভালোবাসা সব সময়ই থাকুক। নিজের বিছানায় নির্ঘুম রাতে মনে পড়ছে ছবির প্রিয় কিছু দৃশ্য শুটিংয়ের কথা।’ মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আগে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ছবির লুক টেস্ট দিতে চেন্নাই গিয়ে চোখ ছানাবড়া। এত এত শিল্পী…ছবির কলাকুশলীরাও নামকরা। আর মণিরত্নমের কথা কী বলব, চার দশক ধরে তিনি কাজ করছেন। প্রথম দর্শনে খুবই আবেগপ্রবণ হয়ে যাই।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘পুঙ্গুঢালি খুবই শক্তিশালী এক নারী চরিত্র। ছোট একটা নৌকায় চেপে এক রাতে সমুদ্র পাড়ি দেয়। সমাজ তাকে কী২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়। ভাবে দেখে, পুঙ্গুঢালি এসব পরোয়া করে না। আবার সে নারীবাদী। তবে বাস্তব জীবনে আমার পুঙ্গুঢালির অর্ধেক সাহসও নেই।