ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় নগদের ১৬ লাখ টাকা নিয়ে মাঠ কর্মকর্তা উধাও

১৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা মিজানুর

স্টাফ রিপোর্টার নওগাঁ: মোবাইল ব্যাংকিং সংস্থা নগদের ১৬ লাখ টাকা  নিয়ে মিজানুর নামের এক যুবক লাপাত্তা হয়ে গেছে । মিজানুর নগদের সেলস অফিসার পদে কাজ করতো ।

১১ সেপ্টেম্বর মাঠ থেকে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে নওগাঁর অফিসে আসার কথা বলে গায়েব হয়ে যায় । ঘটনার পর থেকেই মিজানুরের সব মোবাইল ফোন বন্ধ রয়েছে । মিজানুর শহরের চকদেব পাড়ার  বাসিন্দা তার পিতার নাম রুস্তম আলী ।   নগদের নওগাঁ সেলস ডিস্টিবিউটর নাজিম উদ্দিন তনু জানান, মিজানুরের সব মোবাইল বন্ধ থাকায় তার পরিবারে অবগত করা হয় । তার পরিবারের পক্ষ থেকেও তার হদিস না পাওয়ার কথা জানান । মিজানুর  নগদের সেলস কর্মকর্তা হিসাবে ১ বছর ধরে কর্মরত । এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে নগদের পক্ষ থেকে ।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় নগদের ১৬ লাখ টাকা নিয়ে মাঠ কর্মকর্তা উধাও

আপডেট সময় ০৭:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার নওগাঁ: মোবাইল ব্যাংকিং সংস্থা নগদের ১৬ লাখ টাকা  নিয়ে মিজানুর নামের এক যুবক লাপাত্তা হয়ে গেছে । মিজানুর নগদের সেলস অফিসার পদে কাজ করতো ।

১১ সেপ্টেম্বর মাঠ থেকে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে নওগাঁর অফিসে আসার কথা বলে গায়েব হয়ে যায় । ঘটনার পর থেকেই মিজানুরের সব মোবাইল ফোন বন্ধ রয়েছে । মিজানুর শহরের চকদেব পাড়ার  বাসিন্দা তার পিতার নাম রুস্তম আলী ।   নগদের নওগাঁ সেলস ডিস্টিবিউটর নাজিম উদ্দিন তনু জানান, মিজানুরের সব মোবাইল বন্ধ থাকায় তার পরিবারে অবগত করা হয় । তার পরিবারের পক্ষ থেকেও তার হদিস না পাওয়ার কথা জানান । মিজানুর  নগদের সেলস কর্মকর্তা হিসাবে ১ বছর ধরে কর্মরত । এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে নগদের পক্ষ থেকে ।