নওগাঁ প্রতিনিধি : লাইসেন্স এক এলাকার আর গুদাম অন্য এলাকায়। তাই এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
তিনি বলেন, মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালেকের সার ডিলারের লাইসেন্স মহাদেবপুর উপজেলার বাগডোব ইউনিয়নের। কিন্তু তার সারের গুদাম ঘর সদর উপজেলার ডাক্তারের মোড়ে।
যা কৃষি আইন এবং ভোক্তা অধিকার আইন বিরোধী। এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত মজুতকৃত সার মহাদেবপুর উপজেলার বাগডোব ইউনিয়নে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।