নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালের সিঁড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার ১৪ (আগস্ট) রাত ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সিঁড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়।
হাসপাতলের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।শিশুটি ৪ থেকে ৫দিন বয়সী হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের সিঁড়িতে এক টুকরো কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল নবজাতকটি। পাশে ছিল না কোনো আপনজন। রাত ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার সিঁড়িতে শিশুর কান্নায় হাসপাতালে সেবা নিতে আসা মানুষ ভিড় করে।
মানুষের চিৎকার শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। এরপর সেখানে সিঁড়িতে নবজাতকটিকে দেখতে পান। এমন অবস্থায় কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে অজ্ঞাত শিশুটিকে ভর্তি করা হয়।
শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে ভর্তি করান। শিশুটি অক্সিজেন স্বল্পতায় ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ লিখে দিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে। আমাদের ধারণা শিশুটি ৪ থেকে ৫ দিন বয়সী হবে। শিশুটির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। শিশুটি হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডে ভর্তি ছিল কিনা তা এখনও জানা যায়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর রাতেই হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় কাউকে এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।