ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ

Cricket - New Zealand v India - Second Test - Hagley Oval, Christchurch, New Zealand - February 29, 2020 India's Jasprit Bumrah in action during the match REUTERS/Martin Hunter

ক্রীড়া ডেক্স : ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। শনিবার দ্বিতীয় দিনে স্টুয়ার্ড ব্রডের করা ৮৪তম ওভারে ৪টি চার, ২টি ছক্কায় এই রান তোলেন তিনি। এর মধ্যে দিয়ে তিনি ব্রায়ান লারার ২৮ রানের রেকর্ড ভাঙলেন।

মুদ্রার উল্টোপিঠে দেখলে স্টুয়ার্ট ব্রডের ব্যায়বহুল ওভারের অনাকাঙ্খিত বিশ্ব-রেকর্ড হল এজবাস্টনে। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ৮৪তম ওভারে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পাওয়া পেসার জসপ্রিত বুমরাহ বনে গেলেন মারকুটে ব্যাটার।

ভারতীয় ইনিংসের ৮৩তম ওভারে স্ট্রাইক পান এ ম্যাচের অধিনায়ক বুমরাহ। ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি বাউন্ডারি মারেন । পঞ্চম বলে আবারও ছক্কা হাঁকান বুমরাহ। আর ওভারের শেষ বলে ১ রান নেন তিনি। শেষ পর্যন্ত ঐ ওভার থেকে আসে ৩৫ রান। যার সুবাদে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে বিশ^ রেকর্ড হিসেবে নিজের নাম তুলেন বুমরাহ।

এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ওভারটি ছিলো এমন- ৪,৬,৬,৪,৪,৪। আজ বুমরাহ নিলেন ২৯ রান।

বিশ্ব ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের ক্ষেত্রে দুর্ভাগা বোলার ব্রড। টি-টোয়েন্টিতেও ব্রডের এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ^কাপে ডারবানে ব্রডের এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ

আপডেট সময় ০৫:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

ক্রীড়া ডেক্স : ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। শনিবার দ্বিতীয় দিনে স্টুয়ার্ড ব্রডের করা ৮৪তম ওভারে ৪টি চার, ২টি ছক্কায় এই রান তোলেন তিনি। এর মধ্যে দিয়ে তিনি ব্রায়ান লারার ২৮ রানের রেকর্ড ভাঙলেন।

মুদ্রার উল্টোপিঠে দেখলে স্টুয়ার্ট ব্রডের ব্যায়বহুল ওভারের অনাকাঙ্খিত বিশ্ব-রেকর্ড হল এজবাস্টনে। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ৮৪তম ওভারে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পাওয়া পেসার জসপ্রিত বুমরাহ বনে গেলেন মারকুটে ব্যাটার।

ভারতীয় ইনিংসের ৮৩তম ওভারে স্ট্রাইক পান এ ম্যাচের অধিনায়ক বুমরাহ। ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি বাউন্ডারি মারেন । পঞ্চম বলে আবারও ছক্কা হাঁকান বুমরাহ। আর ওভারের শেষ বলে ১ রান নেন তিনি। শেষ পর্যন্ত ঐ ওভার থেকে আসে ৩৫ রান। যার সুবাদে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে বিশ^ রেকর্ড হিসেবে নিজের নাম তুলেন বুমরাহ।

এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ওভারটি ছিলো এমন- ৪,৬,৬,৪,৪,৪। আজ বুমরাহ নিলেন ২৯ রান।

বিশ্ব ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের ক্ষেত্রে দুর্ভাগা বোলার ব্রড। টি-টোয়েন্টিতেও ব্রডের এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ^কাপে ডারবানে ব্রডের এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471