এইচ,এম শাহারিয়ার পত্নীতলা, নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। শনিবার পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করেন আইন, বিচার বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার ‘এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্না ঝর্ণা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ,নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমার, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষান কৃষানী ও সাংবাদিক।
পরে প্রধান অতিথি মেলায় বিভিন্ন ফলদ বনজ ও ঔষধি এবং কৃষি প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।