স্টাফ রিপোর্টার, নওগাঁঃ স্কুল কলেজের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করে শারীরিক ফিটনেস বাড়াতে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ব্যাতিকমী এক উদ্যোগ নিয়েছে । প্রতিদিন টিম করে মাঠে সময় দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।
আর এ টিমের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই ।
অপর প্রান্তে বল করছেন দশম শ্রেনীর শিক্ষার্থী আর ব্যাট হাকাচ্ছেন এক পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অপর প্রান্তে আছেন অতিরিক্ত পুলিশ সুপার ।শিক্ষার্থীদের সুস্থ ধারা খেলাধুলায় শারীরিক ও মানষিক উৎকর্ষ বাড়াতে তাদের সাথে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা প্রতিদিন বিকেলে মাঠে নামছেন ।
এসব শিক্ষার্থীদের নিয়ে ঠিম করে খেলছেন ক্রিকেট ফুটবল, ভলিবল ও হাডু-ডুর মতো খেলা । দীর্ঘ দিন মাঠ টি খেলা অনুপযোগী ছিল । প্রশাসনের পক্ষ থেকে এ মাঠ সংস্কারে নেওয়া হয় নানা প্রদক্ষেপ । সে সাথে খেলায় প্রশাসনের কর্মকর্তারা মাঠে নামায় প্রাণ ফিরে পায় সবুজ মাঠ ।খেলার টিমে থাকছে সিনিয়র জুনিয়রের সমন্বয় ।
প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধা পর্যন্ত শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের পদচারণায় হয়ে উঠে প্রাণবন্ত ।
চলে শিক্ষার্থীদের নানা কসরত আর ব্যাট বল হাকানোর প্রতিযোগিতা । প্রশাসনের এমন উদ্যেগে উচ্চসিত এলাকার তরুণ প্রজন্ম । ক জন শিক্ষার্থী জানান, মাঠ টি খুব খারাপ ছিল । স্যারের উদ্যেগ নিয়ে মাঠে প্রাকট্রিসের পিচ তৈরি করে দেয় । মাঠের পানি নামার জন্য ড্রেন নির্মান করে এ ছাড়া মাটি দিয়ে মাঠ টি উচু করার কারণে এখন মাঠটি খেলা উপযোগী হয়েছে । এ জন্য তারা ধন্যবাদ দেয় প্রশাসন কে ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক মেধার বিকাশ করতে মাঠ মুখী করতে নেওয়া হয়েছে এ উদ্যেগ ।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, আমাদের মুল উদ্যেশ্য বিকেলর অবসর সময় টা যেন তরুণরা মোবাইল বা বাজে চিন্তায় মগ্ন না থাকে । এর ফলে তাদের শারীরিক ও মানষিক বিকাশ ঘটবে বলে জানান তিনি ।
মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় বলেন, আমরা লক্ষ করছিলাম মাঠের চার পাশে এসে বসে কিছু তরুণ মোবাইল নিয়ে গেম খেলে । তাদের এ প্রক্রিয়া রোধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিউ নিজেরেই মাঠে যাবো এবং এসব তরুণদের মাঠে ফিরাতে খেলাধুলায় আগ্রহী করবো । এ লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ কর্মসুচী হাতে নেওয়া হয়েছে । এতে তরুণরা বেশ আগ্রহ নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন ।
শিক্ষার্থীদের নিয়মিত খেলা ও অনুশীলণ প্রক্রিয়া ধরে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১৫ সদস্যর একটি টিম ।
স্থানীয় ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে উপজেলার ৯ টি ক্রীড়া সংগঠন ছাড়া ব্যাতিক্রমী এ উদ্যেগে ক্রিকেট, ফুটবল, ভলিবল ব্যাটমিন্টন, কারাতে ও হাডু-ডু খেলা প্রতিদিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।