ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেক্স : ইউরোপীয় দেশ ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আন্সা নিউজ এজেন্সি বলছে, দুর্ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১১ জুন) দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এদিন চপারটির টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল।

পাহাড়ি এলাকা এবং বৈরী আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে বাহনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে মোট সাতজন আরোহী ছিলেন।

উল্লেখ্য, এই সময় হেলিকপ্টারটিতে মোট চারজন তুর্কি ব্যবসায়ী ছিলেন। এ দিকে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আর বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি উদ্ধার কর্মীদের।

ট্যাগস

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আপডেট সময় ০১:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

আন্তর্জাতিক ডেক্স : ইউরোপীয় দেশ ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আন্সা নিউজ এজেন্সি বলছে, দুর্ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১১ জুন) দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এদিন চপারটির টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল।

পাহাড়ি এলাকা এবং বৈরী আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে বাহনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে মোট সাতজন আরোহী ছিলেন।

উল্লেখ্য, এই সময় হেলিকপ্টারটিতে মোট চারজন তুর্কি ব্যবসায়ী ছিলেন। এ দিকে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আর বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি উদ্ধার কর্মীদের।