ক্রীড়া ডেক্স : এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাহরাইনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে মধ্য প্রাচ্যের দলটি নিজেরে শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।
৩৩ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ রুখে নিজেদের পোস্ট রক্ষা করেছিলেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু ৩৪তম মিনিটে আর রক্ষা হয়নি। কর্নার থেকে আবদুল্লাহ হারাম দুর্দান্ত হেডে গোল করে এগিয়ে নেন দলকে।
বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করেছে ৪২ মিনিটে। বক্সের বাইরে থেকে গড়ানো শটে গোল করেছেন হাসান আল আসওয়াদ। প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ একবার মাত্র নিয়ে ঢুকতে পেরেছিল বাহরাইনের বক্সে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, আতিকুর রহমান ফাহাদ, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, বিপলু আহমেদ, ইব্রাহিম ও সাজ্জাদ হোসেন।