আন্তর্জাতিক ডেক্স : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যমুনোত্রীগামী ওই বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন।
সোমবার (৬ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
ইত্তরাখণ্ড রাজ্য প্রশাসনের অতিরিক্ত মুখ্য সচিব রাধা রাতুরি জানিয়েছেন, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। পথমধ্যে উত্তরকাশী জেলার রিকাভু খাদের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ২৬ জন। বাসটিতে মোট ৩০ জন ছিলেন, তাদের মধ্যে ২৮ জন তীর্থযাত্রী ও বাকি ২ জন বাসের চালক ও তার সহকারী।
ভারতের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উত্তরাখণ্ড শাখার কর্মকর্তা দেবেন্দ্র পাটোয়াল জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকর্মীরা ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে নিকটবর্তী দামতার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুই জন এখনও নিখোঁজ আছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, উদ্ধার তৎপরতায় গতি আনতে বলা হয়েছে উত্তরকাশীর জেলাশাসককে। এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ধামী।