এইচ এম শাহরিয়ার,পত্নীতলা-নওগাঁঃ পত্নীতলা উপজেলার পউস লাইব্রেরীতে স্থানীয় কবি ও সাহিত্যিক এর উপস্থিতিতে স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। এসময় লাইব্রেরীতে স্থানীয় কবি ও সাহিত্যিক এর উপস্থিতিতে স্বরচিত কবিতা পাঠ করেন।
এসময় সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আবুল হায়াত ইসমাইল, সৈয়দ মোজাম্মেল হক বাদল, কবি মোঃ ইসমাইল হোসেন মন্ডল, কবি প্রফেসর রাজ্জাক, কবি আহমেদ হোসেন বাবু, কবি গুলজার রহমান, কবি মারিয়া নূর ও কবি আবু হেনা মোস্তফা কামাল ও শিক্ষক মোঃ মোজাহার আলী তাছাড়াও অন্যান্য সংস্কৃতি মনা ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
এ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত লাইব্রেরীতে প্রায় লক্ষাধিক টাকার বই সৈয়দ মোজাম্মেল হক (পরিচালক শিক্ষা ভবন ঢাকা) ও নুরুন্নাহার মুক্তা (পরিচালক বাংলা একাডেমি ঢাকা) দান করেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি আহমেদ হোসেন বাবু এক প্রশ্নের উত্তরে বলেন; সমাজকে অন্ধকার হতে আলোর মুখ ফিরিয়ে নিয়ে আসতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে। সমাজ অন্ধকারে প্রবেশ করেছে, তা ঘোচাতে হবে। এসময় তিনি কবি জালাল উদ্দিন রুমির একটি উক্তি ব্যক্ত করেন “সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা”
এজন্য জানার কোন বিকল্প নেই।
এজন্য পাঠক সৃষ্টি করতে হবে।করতে হবে সাহিত্য চর্চা।