কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজারে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বালুভর্তি ট্রাকের চালক জুয়েল (৩১)।শনিবার (৪ মে) ভোর ৫টার দিকে জেলা শহরের জিয়া বাজারে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আলম মিয়া কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিলমারী থেকে বালু নিয়ে একটি ট্রাক ধরলা আবাসন প্রকল্পে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকটি কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজারে পৌঁছলে সেখানে দাড়িয়ে থাকা অপর ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অবস্থান করা আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় ধাক্কা দেওয়া ট্রাকটির চালক জুয়েলও গুরুতর আহত হন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। ট্রাকটির ড্রাইভার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।