ক্রীড়া ডেক্স : মাত্র এক বছর আগেই ইউরোর শিরোপা কী দাপটের সাথেই না জিতে নিয়েছিল ইতালি। ইউরো জয়ের মাত্র আট মাসের মাথায় কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার দুই মহাদেশীয় লড়াইয়েও হতাশা সাথী হলো ইতালি।
বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি ও কোপা আমেরিকা জয়ীরা। কাগজে-কলমে সেই ম্যাচের নাম দেয়া হয়েছিল ফাইনালিসিমা। এই ফাইনালিসিমাতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
শুরুর দিকে লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। শেষ দিকে তৃতীয় গোলটি করেন পাওলো দিবালা। তবে তিন গোলে জেতা ম্যাচটিতে লিওনেল মেসি কোনো গোল না করলেও দুটি অ্যাসিস্টের পাশাপাশি চোখধাঁধানো নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন এই বিশ্ব তারকা।
টিওয়াইসি স্পোর্টসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেসি বলেছেন, আজকের পরীক্ষাটি আমাদের দারুণ ছিল, কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে ও শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত।
মাঠে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন (সমর্থক), কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম।