আন্তর্জাতিক ডেক্স : কানাডার পূর্বাঞ্চলের দুটি রাজ্য অন্টারিও ও কুইবেকে ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের। ঝড়ের কবলে রাজ্য দুটির অন্তত ৯ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার (২১ মে) দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
অন্টারিও পুলিশ টুইটারে জানিয়েছে, যে গ্রীষ্মের শক্তিশালী বজ্রঝড়ের কারণে তিনজন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে মারা গেছেন আরও একজন। অটোয়াতেও একজন মারা গেছে বলে খবর পাওয়া গেলেও স্থানীয় পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে দুটি রাজ্যের অন্তত ৯ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই শনিবার রাত থেকে।
সূত্র: এএফপি, এনডিটিভি