ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরুর পর রাশিয়ার ২৮ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় ইউক্রেনের আর্মড ফোর্স জেনারেল এই দাবি করেছে।
ওই বার্তায় দাবি করা হয়— গতকাল মঙ্গলবা রাশিয়া ৪০০ সেনা হারিয়েছে।
এছাড়া যুদ্ধে রাশিয়া ১২৫১টি ট্যাংক, ৩০৪৩টি সাঁজোয়া যান, ৫৮৬টি আর্টিলারি সিস্টেম, ১৯৯টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ৯১টি এয়ার ডিফেন্স সিস্টেম, ২০২টি যুদ্ধবিমান, ১৬৭টি হেলিকপ্টার, ২১৩৭টি লরি এবং জ্বালানি ট্যাংক, ১৩টি যুদ্ধজাহাজ এবং নৌকা, ১০২টি ক্রুজ মিসাইল, ৪৪১টি ড্রোন এবং ৪৩ পিস বিশেষ যন্ত্র হারিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেন এই দাবি করলেও গণমাধ্যম গার্ডিয়ান ও বিবিসি বলছে, স্বতন্ত্রভাবে তারা ইউক্রেনের দাবি যচাই করে দেখতে সক্ষম হননি।