ক্রীড়া ডেক্স : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে লিভারপুল আর এভারটনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একদল কোয়াড্রাপল জয়ের লক্ষ্যে ছুটছে তো অন্যদল অবনমন ঠেকানোর সংগ্রামে লিপ্ত।
যদিও মার্সিসাইড ডার্বিতে এসব কিছুই যে গুরুত্ব পায় না, তা আরও একবার প্রমাণিত হলো।লিভারপুল রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আর এভার্টন রয়েছে ১৮ নম্বরে। রেলিগেশন অঞ্চলে। কিন্তু মার্সিসাইড ডার্বিতে এভার্টনের বিপক্ষে লিভারপুলকে জিততে হলো তুমুল ঘাম ঝরিয়ে, ২-০ গোলের ব্যবধানে।
লিভারপুলের বিরুদ্ধে অ্যানফিল্ডে ম্যাচ জেতা একেবারেই সহজ নয়। তবে যদি ঘরের মাঠে অল রেডসদের স্বাভাবিক ছন্দ ব্যাহত করা যায়, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। ঘণ্টাখানেক সফলভাবে এমনটা করতে সক্ষম হলেও, শেষমেশ হারতেই হল এভার্টনকে।
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে লিভারপুলকে একেবারেই নিজেদের ছন্দে খেলতে দেয়নি এভার্টন। দলটির অতি রক্ষণাত্মক ফুটবলের কারণে গোলের তালাই খুলতে পারেননি সাদিও মানে, মোহাম্মদ সালাহরা। উপরন্তু মাঝমাঠে বারবার ফাউল করে ম্যাচের স্বাভাবিক গতি রুদ্ধ করে লিভারপুলকে আটকাতে সক্ষম হয়। রেডসরা প্রায় ৮৩ শতাংশ সময় বল দখলে রাখলেও, গোল লক্ষ্যে একটি শটও নিতে পারেনি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুটাও সেভাবে হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে পরিকল্পনা পরিবর্তন করে একটি অতিরিক্ত ফরোয়ার্ড হিসাবে লুইস ডিয়াজকে মাঠে নামান কোচ ইয়ুর্গেন ক্লপ। ডিয়াজের সঙ্গে সাদিও মানের জায়গায় নামেন লিভারপুলের ডার্বি বিশেষজ্ঞ ডিভোক ওরিগিও।
ঠিক এর ৬০ সেকেন্ড পরই মোহাম্মদ সালাহের সঙ্গে ওয়ান টু খেলে প্রথম গোলে বড় ভূমিকা রাখেন ওরিগি। সালাহের ক্রস থেকে দ্বিতীয় পোস্টে লিভারপুলের হয়ে গোল করেন অ্যান্ডি রবার্টসন।
ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ওরিগি নিজেই ডিয়াজের পাস থেকে পোস্টের সামনে বল পেয়ে হেডারে রেডসদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এভারটন বিরুদ্ধে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তার ষষ্ঠ গোল। ওরিগির গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়। লড়াই করেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হেরে যায় এভার্টার।
এই জয়ের ফলে লিগ শিরোাপা দৌড়ে ঠিকই নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে লিভারপুল। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৯। সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট এগিয়ে রয়েছে ম্যানসিটি। তাদের পয়েন্ট ৮০। লিগের এখনও বাকি ৫টি করে ম্যাচ। ৩২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮ নম্বরে রয়েছে এভার্টন।