ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রোধের অবসান, এখন তারা সতীর্থ

ক্রীড়া ডেক্স:এই তো গত সপ্তাহেই তারা ছিলেন তুমুল প্রতিপক্ষ।দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বল হাতে আগুন ঝরিয়েছেন দুই দলের দুই পেস তারকা মুস্তাফিজুর রহমান এবং লুঙ্গি এনগিডি। আইপিএলের সৌজন্যে এবার তারা প্রতিপক্ষ থেকে হয়ে গেছেন সতীর্থ ।

ওয়ানডে সিরিজ শেষেই মুস্তাফিজ আর লুঙ্গি উড়ে গেছেন ভারতে। চলতি আইপিএলে তারা দুজন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। তিনদিনের বাধ্যতামূল কোয়ারেন্টিন শেষে গতকাল তারা দিল্লির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। ফিজ আর লুঙ্গির ছবি পোস্ট করে দিল্লি কর্তৃপক্ষ তাদের স্বাগত জানিয়েছে।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজ। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিতে চাইলেও সাকিব আল হাসানকে কোনো দল নেয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন তাসকিন আহমেদকে চেয়েছিল লখনৌ সুপারজায়ান্ট। কিন্তু তাসকিন জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে যেতে চাননি। বিসিবিও অনুমতি দেয়নি।

ট্যাগস

ক্রোধের অবসান, এখন তারা সতীর্থ

আপডেট সময় ১০:২৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

ক্রীড়া ডেক্স:এই তো গত সপ্তাহেই তারা ছিলেন তুমুল প্রতিপক্ষ।দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বল হাতে আগুন ঝরিয়েছেন দুই দলের দুই পেস তারকা মুস্তাফিজুর রহমান এবং লুঙ্গি এনগিডি। আইপিএলের সৌজন্যে এবার তারা প্রতিপক্ষ থেকে হয়ে গেছেন সতীর্থ ।

ওয়ানডে সিরিজ শেষেই মুস্তাফিজ আর লুঙ্গি উড়ে গেছেন ভারতে। চলতি আইপিএলে তারা দুজন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। তিনদিনের বাধ্যতামূল কোয়ারেন্টিন শেষে গতকাল তারা দিল্লির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। ফিজ আর লুঙ্গির ছবি পোস্ট করে দিল্লি কর্তৃপক্ষ তাদের স্বাগত জানিয়েছে।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজ। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিতে চাইলেও সাকিব আল হাসানকে কোনো দল নেয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন তাসকিন আহমেদকে চেয়েছিল লখনৌ সুপারজায়ান্ট। কিন্তু তাসকিন জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে যেতে চাননি। বিসিবিও অনুমতি দেয়নি।