বিনোদন ডেক্স : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন অভিনেত্রী নিপুণ।
এ কাজে জায়েদকে সহায়তা করার অভিযোগ উঠেছে জয় চৌধুরীর বিরুদ্ধে। নিপুণ নিজেই এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জয় বলেছেন, ‘টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।’
নিপুণের দাবি, জায়েদ টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত তাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।
অভিযোগের বিষয়ে জয় চৌধুরী বলেছেন, ‘গত ১৫ দিন ধরে আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। ভালোবাসার জন্য জীবন দিয়ে দিবো তবুও এসব নোংরা কাজ করবো না। টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ নির্বাচনে লড়াই করেন জায়েদ ও নিপুণ। এ পদে প্রাথমিকভাবে জায়েদ জয়ী হলেও নিপুণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়েও নেমেছেন তারা।