ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬ Logo কারাগার থেকে বিএসএস পরীক্ষার নেওয়ার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র Logo মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড Logo যোগ্য মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি Logo রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Logo গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩ Logo অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বললেন সিইসি Logo শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত জাহান

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘বউ দৌড়’

বিনোদন ডেক্স : গ্রামীণ পারিবারিক আবহে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সামস্ করিম। নির্মাতা জানান, নাটকটি একটি জীবন্ত চলমান আবহে তৈরি।

জীবনের প্রতিটি পর্যায় ধাপে ধাপে দেখা যায়। সব মানুষই তার জীবনের কোনো অংশের ছায়া খুঁজে পাবে এতে। ভালো-মন্দ, উত্থান-পতন সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অনুরূপ সংশ্লিষ্টতা ‘বউ দৌড়’ নাটকে খুঁজে পাবেন দর্শক।

তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, সমাপ্তি মাশুক, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শহিদুল্লা সবুজ, রোদেলা মির্জা, শরীফ হোসেন ইমন, স্বর্ণলতা, জিবন রায়, এ্যাথেনা অধিকারী, ম আ সালাম, শেলী আহসান, সফিক হোসেন দিলু, হান্নান শেলি, সেলজুক ত্বারিক, আমের, শখোরিয়া মন্ডল।

নাটকটির কাহিনি গড়ে উঠেছে গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণিপেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। মানুষগুলোর জীবনে অন্যরকম মোড় আসে যখন আশিক শিকদার ডিভি লটারিতে আমেরিকা গিয়ে দশ বছর পর ফিরে আসে। বউ দৌড় প্রতিযোগিতা নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ দেখা গেলেও নিয়মের মারপ্যাচে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে।

যেমন প্রতিযোগিতার আয়োজক আশিকের বড় ভাই রোকনের মেয়ে লিজার স্বাস্থ্য এতই শীর্ণ যে, ইচ্ছা থাকলেও তার স্বামী জিহাদ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিযোগিতায় অংশ নিতে হলে লিজাকে বেশি বেশি খেয়ে স্বাস্থ্য বাড়াতে হবে। যা মোটেও সহজ নয়।

আবার গ্রামের সবচেয়ে মোটা স্ত্রী হাসানের। সে ঘরজামাই থাকে। তার স্ত্রী রমিজা এতই মোটা যে স্বাস্থ্য না কমিয়ে হাসানের পক্ষেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়া আদৌ সম্ভব নয়। এমনিভাবে যার স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না কিংবা স্ত্রীকে যে সদ্য তালাক দিয়েছে, তারও কষ্টের সীমা থাকে না।

বউ দৌড় প্রতিযোগিতা হবে জানার পর থেকেই এলাকার স্ত্রীদের খুব কদর বেড়ে যায়। সবাই তার স্ত্রীর খুব তোয়াজ খাতির শুরু করে দেয়। এরকম এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’।

আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ‘বউ দৌড়’ নাটকটি। প্রতি সপ্তাহে দুই দিন সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

 

ট্যাগস

কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘বউ দৌড়’

আপডেট সময় ০৫:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেক্স : গ্রামীণ পারিবারিক আবহে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সামস্ করিম। নির্মাতা জানান, নাটকটি একটি জীবন্ত চলমান আবহে তৈরি।

জীবনের প্রতিটি পর্যায় ধাপে ধাপে দেখা যায়। সব মানুষই তার জীবনের কোনো অংশের ছায়া খুঁজে পাবে এতে। ভালো-মন্দ, উত্থান-পতন সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অনুরূপ সংশ্লিষ্টতা ‘বউ দৌড়’ নাটকে খুঁজে পাবেন দর্শক।

তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, সমাপ্তি মাশুক, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শহিদুল্লা সবুজ, রোদেলা মির্জা, শরীফ হোসেন ইমন, স্বর্ণলতা, জিবন রায়, এ্যাথেনা অধিকারী, ম আ সালাম, শেলী আহসান, সফিক হোসেন দিলু, হান্নান শেলি, সেলজুক ত্বারিক, আমের, শখোরিয়া মন্ডল।

নাটকটির কাহিনি গড়ে উঠেছে গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণিপেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। মানুষগুলোর জীবনে অন্যরকম মোড় আসে যখন আশিক শিকদার ডিভি লটারিতে আমেরিকা গিয়ে দশ বছর পর ফিরে আসে। বউ দৌড় প্রতিযোগিতা নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ দেখা গেলেও নিয়মের মারপ্যাচে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে।

যেমন প্রতিযোগিতার আয়োজক আশিকের বড় ভাই রোকনের মেয়ে লিজার স্বাস্থ্য এতই শীর্ণ যে, ইচ্ছা থাকলেও তার স্বামী জিহাদ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিযোগিতায় অংশ নিতে হলে লিজাকে বেশি বেশি খেয়ে স্বাস্থ্য বাড়াতে হবে। যা মোটেও সহজ নয়।

আবার গ্রামের সবচেয়ে মোটা স্ত্রী হাসানের। সে ঘরজামাই থাকে। তার স্ত্রী রমিজা এতই মোটা যে স্বাস্থ্য না কমিয়ে হাসানের পক্ষেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়া আদৌ সম্ভব নয়। এমনিভাবে যার স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না কিংবা স্ত্রীকে যে সদ্য তালাক দিয়েছে, তারও কষ্টের সীমা থাকে না।

বউ দৌড় প্রতিযোগিতা হবে জানার পর থেকেই এলাকার স্ত্রীদের খুব কদর বেড়ে যায়। সবাই তার স্ত্রীর খুব তোয়াজ খাতির শুরু করে দেয়। এরকম এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’।

আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ‘বউ দৌড়’ নাটকটি। প্রতি সপ্তাহে দুই দিন সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।