বিনোদন ডেক্স : ৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তারা সুতারিয়া অভিনীত তড়প। এ উপলক্ষে মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে এই বলিউড অভিনেত্রীর সঙ্গে আলাপে বসেছিলেন মুম্বাই প্রতিনিধি। ছবি মুক্তি নিয়ে কতটা চাপে আছেন, জানতে চাইলে তারা বলেন, ‘খুব একটা চাপে নেই।
তবে উৎকণ্ঠ আর উত্তেজিত আছি। কোভিডের জন্য দুই বছর ধরে সিনেমাটা আটকে আছে। অবশেষে মুক্তি পেতে চলেছে।’ তবে লকডাউনটা বেশ মজা করেই কাটিয়েছেন এই বলিউড রূপসী, ‘পুরো লকডাউন আমি আমার যমজ বোনের সঙ্গে কাটিয়েছি। নাচ শিখেছি। অনেক রান্নাবান্না করেছি।’ তিনি আরও বলেন, ‘কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে শিখিয়েছে মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে। আর পরিবার ও প্রিয়জনের গুরুত্ব উপলব্ধি করিয়েছে এই করোনার সময়।’
মিলন লুথরিয়া পরিচালিত তড়প প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রেলারে আপনারা অনেক অ্যাকশন দেখে থাকবেন। আসলে এটা আদ্যোপান্ত এক গভীর প্রেমের ছবি।’ ব্যক্তিগত জীবনে কখনো এই গভীর ভালোবাসা অনুভব করেছেন? লাজুক হাসি হেসে তারা বলেন, ‘নিশ্চয় করেছি। আমি মনে করি, বাস্তবে আমরা সবাই একবার না একবার এ ধরনের ভালোবাসা অনুভব করেছি।’
চারদিকে এখন তারা আর আদর জৈনের বিয়ে নিয়ে গুঞ্জন। এ প্রসঙ্গ উঠতেই মুচকি হেসে এই বলিউড কন্যা বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। আর গুজবকে আমি সব সময় হালকাভাবে নিই। আমি মনে করি, এটা আমাদের কাজের একটা অংশ।’
‘তড়প’ ছবিতে বলিউড অভিনেতা সুনীল শেঠির ছেলে আহানের সঙ্গে জুটি বাঁধছেন তারা সুতারিয়া। ছেলের মধ্যে বাবার ছায়া দেখতে পেয়েছেন তারা, ‘আহানের মধ্যে আমি সুনীল স্যারের মতো চোখের অভিব্যক্তি দেখতে পেয়েছি।’
অভিনয়ের পাশাপাশি নাচ আর গানেও পটু তারা। গান নিয়ে কিছু ভাবনাচিন্তা করছেন কি না, জানতে চাইলে তারা বলেন, ‘আমি আমার আগামী ছবি এক ভিলেন রিটার্নস-এ গান গাইছি। আপাতত এটাই করছি।’
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’, ‘মারজাওয়া’র মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তারা। তিনি বলেন, এবার অন্য ধারার ছবিতে অভিনয় করতে চলেছেন। আর এই ছবির মাধ্যমে এক নতুন তারাকে আবিষ্কার করবেন সিনেমাপ্রেমীরা।