ক্রীড়া ডেস্ক: আগামী সপ্তাহে পাঁচদিনের অনুশীলন প্রোগ্রামে অংশ নেবেন পাকিস্তানের তিন আরচার। বাংলাদেশ ও পাকিস্তানের আরচারি ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই অনুশীলন প্রোগ্রামের।
যেখানে পাকিস্তান আরচারি ফেডারেশনের (পিএএফ) পক্ষ থেকে বাছাই করা হয়েছে ওয়াপদার আব্দুর রেহমান, পুলিশের উসামা মুস্তাফা ও আর্মি থেকে নাদিম আহমেদকে।
২০১৯ জাতীয় গেমস, সাফ গেমস এবং চতুর্থ আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতে এ তিনজনকে বাছাই করা হয়েছে।
কিন্তু ফেডারেশনের অর্থাভাবে এই তিন খেলোয়াড়কে স্পন্সর করতে পারছে না পিএএফ। এক চিঠিতে তারা লিখেছে, ‘সাফল্য এনে দেওয়ার মতো প্রতিভা থাকার পরেও দুঃখের বিষয় হলো, আমরা আর্থিকভাবে ভালো অবস্থায় নেই।’
তাই খেলোয়াড়দের স্ব-স্ব সংস্থাকে স্পন্সর করার আহ্বান জানিয়ে পিএএফ আরও লিখেছে, ‘আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা নিজেদের ডিপার্টমেন্টের খেলোয়াড়দের স্পন্সর করুন।’
সূত্র:দ্য নিউজ