ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরের পুরোটা ‘ম্যারাডোনা জার্সি’ পরে খেলবে নাপোলির ফুটবলারর

নভেম্বরের পুরোটা ‘ম্যারাডোনা জার্সি’ পরে খেলবে নাপোলির ফুটবলারর

ক্রীড়া ডেস্ক:  দিয়েগো ম্যারাডোনা যতটা আর্জেন্টাইনদের, ঠিক ততটা নেপলসবাসীরও। ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে নাপোলিতে নাম লিখিয়ে ক্লাবটির ইতিহাসই বদলে দেন ম্যারাডোনা। এনে দেন অভূতপূর্ব সাফল্য।

এর ফলে ক্লাবটির সমর্থক এবং ওই শহরের মানুষদের কাছে এই কিংবদন্তি ফুটবলার হয়ে আছেন স্মরণীয়-বরণীয়।ফুটবল ঈশ্বরখ্যাত দিয়েগো ম্যারাডোনা মারা যান গত বছরের নভেম্বরে। প্রায় এক বছর হতে চলল ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ইহলোকের মায়া কাটিয়েছেন। তবে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে কিছুতেই যেন ভুলতে পারছে না নাপোলি।

তাই তো নিজেদের স্টেডিয়ামের নাম ম্যারাডোনার নামে নামকরণের পর এবার এই আর্জেন্টাইনকে সম্মান জানাতে নভেম্বর মাসের পুরোটা তার ছবিসহ বিশেষ জার্সি পরে খেলবে নাপোলি। গতকাল ভেরোনার বিপক্ষে ম্যারাডোনার ছবি সংবলিত বিশেষ ওই জার্সি পরে খেলতেও নেমেছিলেন লরেঞ্জো ইনসিনিয়েরা।

চলতি নভেম্বরে লিগে নাপোলির ম্যাচ আছে আরও দুই ম্যাচ। ম্যারাডোনার মৃত্যু মাস উপলক্ষে সেই দুটি ম্যাচেও এই বিশেষ ‘ম্যারাডোনা জার্সি’ গায়ে চড়িয়ে মাঠে নামবে নাপোলির ফুটবলারর।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নভেম্বরের পুরোটা ‘ম্যারাডোনা জার্সি’ পরে খেলবে নাপোলির ফুটবলারর

আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক:  দিয়েগো ম্যারাডোনা যতটা আর্জেন্টাইনদের, ঠিক ততটা নেপলসবাসীরও। ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে নাপোলিতে নাম লিখিয়ে ক্লাবটির ইতিহাসই বদলে দেন ম্যারাডোনা। এনে দেন অভূতপূর্ব সাফল্য।

এর ফলে ক্লাবটির সমর্থক এবং ওই শহরের মানুষদের কাছে এই কিংবদন্তি ফুটবলার হয়ে আছেন স্মরণীয়-বরণীয়।ফুটবল ঈশ্বরখ্যাত দিয়েগো ম্যারাডোনা মারা যান গত বছরের নভেম্বরে। প্রায় এক বছর হতে চলল ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ইহলোকের মায়া কাটিয়েছেন। তবে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে কিছুতেই যেন ভুলতে পারছে না নাপোলি।

তাই তো নিজেদের স্টেডিয়ামের নাম ম্যারাডোনার নামে নামকরণের পর এবার এই আর্জেন্টাইনকে সম্মান জানাতে নভেম্বর মাসের পুরোটা তার ছবিসহ বিশেষ জার্সি পরে খেলবে নাপোলি। গতকাল ভেরোনার বিপক্ষে ম্যারাডোনার ছবি সংবলিত বিশেষ ওই জার্সি পরে খেলতেও নেমেছিলেন লরেঞ্জো ইনসিনিয়েরা।

চলতি নভেম্বরে লিগে নাপোলির ম্যাচ আছে আরও দুই ম্যাচ। ম্যারাডোনার মৃত্যু মাস উপলক্ষে সেই দুটি ম্যাচেও এই বিশেষ ‘ম্যারাডোনা জার্সি’ গায়ে চড়িয়ে মাঠে নামবে নাপোলির ফুটবলারর।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471