বিনোদন ডেক্স : দুই যুগের অভিনয়জীবনে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস। এবার নতুন এক পরিচয়ে উপস্থিত হতে যাচ্ছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শিগগির তাঁকে দেখতে পাবেন লেখক হিসেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী সম্প্রতি একটি উপন্যাস লেখার কাজ শেষ করেছেন। দুই বছর ধরে উপন্যাসটি লিখছিলেন তিনি। তাঁর এই উপন্যাসের নাম এই কাহিনি সত্য নয়।
চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফেরদৌস। বাংলাদেশ ছাড়াও ভারতের বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও এক কাপ চা নামের একটি সিনেমা প্রযোজনা করেছেন হঠাৎ বৃষ্টিখ্যাত এই নায়ক। মেরিল এবং বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন একাধিকবার।
ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতার শিক্ষার্থী। লিখতে ও পড়তে ভালোবাসি। সময় পেলে কিছু না কিছু লিখতে চেষ্টা করি। সেভাবেই দুই বছরের চেষ্টায় আমার এই উপন্যাস।
এখন থেকে মাঝেমধ্যে লিখতে চাই। স্মৃতিচারণামূলক কিছু লেখা লিখব। একান্ত কিছু অনুভূতির কথা লিখব। ভক্ত ও পাঠকের সঙ্গে আমার ভাবনাগুলো শেয়ার করতে চাই।’
ফেরদৌস আরও বলেন, ‘আমার জীবনের চলার পথের সঙ্গে একটি কাল্পনিক ঘটনা জুড়ে দিয়েছি। ভক্তদের জন্য এটি আমার উপহার। এখন কাটাছেঁড়ার কাজ চলছে। আশা করছি, আগামী বইমেলায় উপন্যাসটি প্রকাশ পাবে।’