ক্রীড়া ডেস্ক : নারীদের বক্সিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ২০ বছর বয়সী তরুণী ইরি সেনা। দেশটির ইতিহাসে প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে বক্সিং রিংয়ে জিতলেন স্বর্ণপদক। ফেদারওয়েট বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
মঙ্গলবার কোকুগিকান এরেনায় ফিলিপাইনের নেস্তি পেটেসিওকে পাঁচজনের বিচারকের বিবেচনায় ৫-০ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতলেন ইরি সেনা। জাপানের ইতিহাসে এর আগে কোনো নারী বক্সার কোনো পদকই জিততে পারেননি।
প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা এ লড়াইয়ে তিন রাউন্ড শেষে পাঁচ বিচারকের বিচারেই প্রতিপক্ষের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন ইরি। পঞ্চম বিচারক তাকে দিয়েছেন পূর্ণ ত্রিশ পয়েন্ট।
তবে পেটেসিওর প্রতিরোধের মুখে ইরি নিশ্চিত ছিলেন না, আদৌ ফাইট জিততে পারবেন কি না। স্বর্ণ জেতার পর তিনি বলেছেন, ‘বারবার আমাকে পেছাতে হচ্ছিল। তাই মনে হচ্ছিল হয়তো হেরে যাচ্ছি। শেষ পর্যন্ত জিততে পেরেছে অনেক খুশি।’
রৌপ্যপদক জিতেও সন্তুষ্ট পেটেসিও বলেছেন, ‘এই পদক শুধু আমার নয়, এটা আমার দেশের জন্য, আমার কোচের জন্য, আমার প্রিয় বন্ধুর জন্য, যে গত বছর মারা গেছে। আমি এই পদক আমার পরিবারকে উৎসর্গ করছি, আমার দেশ ও ঈশ্বরকে উৎসর্গ করছি।’
এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।