ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আম পেয়ে ভিশন খুশি মমতা, ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে

স্টাফ রিপোর্টার : আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৬০ কার্টনের হাড়িভাঙ্গা আমের চালানটি পাঠায় বাংলাদেশি ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে।রংপুরের এ আম ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বেনাপোল নোম্যান্সল্যান্ডে চালানটি পৌঁছায়।

এ সময় বেনাপোল নো ম্যানসল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন।

এছাড়া বুধবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে মৌসুমী ফল আম পাঠান। উপহার হিসেবে ১২০ কার্টন আম পাঠানো হয়েছে।

প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সব মিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশে উপহার হিসেবে আম পাঠাচ্ছেন।

উপহার হিসেবে আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় ভারতে বিপুল পরিমাণে ইলিশ পাঠানো হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

আম পেয়ে ভিশন খুশি মমতা, ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে

আপডেট সময় ০৭:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

স্টাফ রিপোর্টার : আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৬০ কার্টনের হাড়িভাঙ্গা আমের চালানটি পাঠায় বাংলাদেশি ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে।রংপুরের এ আম ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বেনাপোল নোম্যান্সল্যান্ডে চালানটি পৌঁছায়।

এ সময় বেনাপোল নো ম্যানসল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন।

এছাড়া বুধবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে মৌসুমী ফল আম পাঠান। উপহার হিসেবে ১২০ কার্টন আম পাঠানো হয়েছে।

প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সব মিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশে উপহার হিসেবে আম পাঠাচ্ছেন।

উপহার হিসেবে আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় ভারতে বিপুল পরিমাণে ইলিশ পাঠানো হয়।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471