বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি :বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুর রহমান মিন্টু (৩২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ জুন) রাত ৮টার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহমান উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে ও শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)।
পুলিশ জানায়, আবাসিক মাদ্রাসাটিতে ১২-১৩ জন ছাত্রী একসঙ্গে থাকে। তাদের পাশের রুমেই থাকেন শিক্ষক মিন্টু। গত রোববার (৩০ মে) মেয়েরা সবাই ঘুমিয়ে পড়লে রাত প্রায় আড়াইটার দিকে শিক্ষক মিন্টু তাদের রুমে ঢুকে ওই ছাত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ধর্ষণ করেন।
পরদিন ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক আবদুর রহমান মিন্টুর বিরুদ্ধে মামলা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চার ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বুধবার (২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।