বরগুনা প্রতিনিধি:বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোল থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে বুধবার সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্র যাওয়া পথে বেড়িবাঁধ ভেঙে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।