ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

মুশফিকুর রহিম

ক্রীড়া ডেক্সঃ  আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিকুর রহিম।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।
এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিক। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গতকাল ঘুচিয়েছেন সেই আক্ষেপ।  দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অসীম দৃঢ়তা নিয়ে। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ জয় পেয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।

এক নজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ১৫ 

অবস্থান    নাম     রেটিংঃ

১ম    বাবর আজম     ৮৬৫
২য়    বিরাট কোহলি     ৮৫৭
৩য়    রোহিত শর্মা     ৮২৫
৪র্থ    রস টেলর    ৮০১
৫ম    অ্যারন ফিঞ্চ     ৭৯১
৬ষ্ঠ    জনি বেয়ারস্টো  ৭৮৫
৭ম    ফখর জামান         ৭৭৮
৮ম    ফ্যাফ ডু প্লেসিস ৭৭৮
৯ম    ডেভিড ওয়ার্নার  ৭৭৩
১০ম    শাই হোপ      ৭৭৩
১১ তম    কুইন্টন ডি কক  ৭৫৬
১২ তম    কেন উইলিয়ামসন ৭৫৪
১৩ তম    ইমাম উল হক      ৭৫১
১৪ তম    মুশফিকুর রহিম ৭৩৯
১৫ তম    জো রুট    ৭২৩

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

আপডেট সময় ০৫:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

ক্রীড়া ডেক্সঃ  আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিকুর রহিম।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।
এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিক। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গতকাল ঘুচিয়েছেন সেই আক্ষেপ।  দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অসীম দৃঢ়তা নিয়ে। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ জয় পেয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।

এক নজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ১৫ 

অবস্থান    নাম     রেটিংঃ

১ম    বাবর আজম     ৮৬৫
২য়    বিরাট কোহলি     ৮৫৭
৩য়    রোহিত শর্মা     ৮২৫
৪র্থ    রস টেলর    ৮০১
৫ম    অ্যারন ফিঞ্চ     ৭৯১
৬ষ্ঠ    জনি বেয়ারস্টো  ৭৮৫
৭ম    ফখর জামান         ৭৭৮
৮ম    ফ্যাফ ডু প্লেসিস ৭৭৮
৯ম    ডেভিড ওয়ার্নার  ৭৭৩
১০ম    শাই হোপ      ৭৭৩
১১ তম    কুইন্টন ডি কক  ৭৫৬
১২ তম    কেন উইলিয়ামসন ৭৫৪
১৩ তম    ইমাম উল হক      ৭৫১
১৪ তম    মুশফিকুর রহিম ৭৩৯
১৫ তম    জো রুট    ৭২৩


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471