ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় ভূটভুটির মেশিনে গলার চাদর পেঁচিয়ে চালকের মৃত্যু

প্রতিকি ছবি

পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ   পত্নীতলায় ভূটভুটির মেশিনে গলার চাদর পেঁচিয়ে চালক এনামুল হক বকুল (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাশিপুর-ঠুকনিপাড়া সড়কের নবনির্মিত কারিগরী ইনস্টিটিউটের সমানে এ ঘটনা ঘটে।

এনামুল হক পার্শ্ববর্তী উপজেলা ধামইরহাটের সিলিমপুর গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এনামুল হক ভূটভুটি চালিয়ে নজিপুর নতুনহাটে মাছ আনার সময় পথে ভূটভুটির মেশিনের সাথে গলায় থাকা চাদর পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

পত্নীতলায় ভূটভুটির মেশিনে গলার চাদর পেঁচিয়ে চালকের মৃত্যু

আপডেট সময় ০৬:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ   পত্নীতলায় ভূটভুটির মেশিনে গলার চাদর পেঁচিয়ে চালক এনামুল হক বকুল (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাশিপুর-ঠুকনিপাড়া সড়কের নবনির্মিত কারিগরী ইনস্টিটিউটের সমানে এ ঘটনা ঘটে।

এনামুল হক পার্শ্ববর্তী উপজেলা ধামইরহাটের সিলিমপুর গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এনামুল হক ভূটভুটি চালিয়ে নজিপুর নতুনহাটে মাছ আনার সময় পথে ভূটভুটির মেশিনের সাথে গলায় থাকা চাদর পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়।