নওগাঁর পোরশায় ফিলিং স্টেশনে মোড়ক বিহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মালিক আব্দুস সবুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ ই মার্চ,মঙ্গলবার, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ওই ফিলিং স্টেশনে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুর ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদে স্থানীয় শিশা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় মোড়ক বিহীন ও মেয়াদোত্তীর্ণ এসটি মেট, লিভ বোস্ট, এন্টি গাউট, টক্সিনীল, ডেক্সোনেক্স ও এলজি প্লাস জাতীয় বিপুল পরিমাণ মৎস্য ও পশুর ওষুধ উদ্ধার করা হয়। পরে বে-আইনিভাবে মেয়াদোত্তীর্ণ ও মোড়ক বিহীন ওষুধ রাখার দায়ে রশিদা ফিলিং স্টেশনটির মালিক আব্দুস সবুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।