ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায়, অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬ Logo কারাগার থেকে বিএসএস পরীক্ষার নেওয়ার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র Logo মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড Logo যোগ্য মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি Logo রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo সাবেক আইজিপি মামুন ফের ৩ দিনের রিমান্ডে Logo গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নির্মাণাধীন একটি সেতু থেকে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩

মেসিকে রিয়ালে স্বাগতম; বাড়িতে দাওয়াত করবে “রামোস”

”লিওনেল মেসি” ফুটবল খেলোয়াড়

বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির সাথে চুক্তিকে স্বাগত জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারক সার্জিয়ো রামোস। রিয়ালের অধিনায়ক রামোস জানান, মেসি রিয়ালে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।

মেসিকে রিয়ালে স্বাগত জাাননোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রামোস। এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘আমি মেসিকে রিয়াল মাদ্রিদে গ্রহণ করব কি-না? উত্তর হলো, একশ পারসেন্ট! কোনো সন্দেহ ছাড়াই। আমি তাকে আমার বাড়িতেও দাওয়াত করব, যেন তার সাহায্য হয়।’

মেসিকে রিয়াল মাদ্রিদে দেখার ইচ্ছা থাকলেও, বার্সেলোনায় কখনোই খেলবেন না রামোস। তিনি বলেন, ‘আমি কখনও বার্সেলোনার হয়ে খেলব না। বছরে ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৭১০ কোটি টাকা) দিলেও না। কিছু বিষয় থাকে, যেগুলো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। এটা অসম্ভব।’ রিয়ালের বর্তমান অধিনায়ক রামোস।

তবে আগামী মৌসুমের জন্য ক্লাব এখনো তার সাথে অধিনায়কত্বের চুক্তি নবায়ন করেনি। চুক্তি নবায়নের বিষয়ে রামোস বলেন, ‘এখনো নতুনভাবে কিছু হয়নি। নতুন কিছু জানাতে পারলে আমারও ভালো লাগত। নিজেকে সেভাবে তৈরি করতে পারতাম। চুক্তি নবায়নের ব্যাপারে নতুন খবর হলে আমিই সবার আগে জানাব।’

ইনজুরির কারণে দলের বাইরে আছেন রামোস। দ্রুত মাঠে ফিরে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চান রামোস, ‘আমি এখন ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছি এবং ভালোভাবে মৌসুমটা শেষ করতে চাই। ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারলে, আমার ও দলের জন্য ভালো হবে।’

ট্যাগস

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মেসিকে রিয়ালে স্বাগতম; বাড়িতে দাওয়াত করবে “রামোস”

আপডেট সময় ০৪:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১

বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির সাথে চুক্তিকে স্বাগত জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারক সার্জিয়ো রামোস। রিয়ালের অধিনায়ক রামোস জানান, মেসি রিয়ালে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।

মেসিকে রিয়ালে স্বাগত জাাননোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রামোস। এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘আমি মেসিকে রিয়াল মাদ্রিদে গ্রহণ করব কি-না? উত্তর হলো, একশ পারসেন্ট! কোনো সন্দেহ ছাড়াই। আমি তাকে আমার বাড়িতেও দাওয়াত করব, যেন তার সাহায্য হয়।’

মেসিকে রিয়াল মাদ্রিদে দেখার ইচ্ছা থাকলেও, বার্সেলোনায় কখনোই খেলবেন না রামোস। তিনি বলেন, ‘আমি কখনও বার্সেলোনার হয়ে খেলব না। বছরে ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৭১০ কোটি টাকা) দিলেও না। কিছু বিষয় থাকে, যেগুলো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। এটা অসম্ভব।’ রিয়ালের বর্তমান অধিনায়ক রামোস।

তবে আগামী মৌসুমের জন্য ক্লাব এখনো তার সাথে অধিনায়কত্বের চুক্তি নবায়ন করেনি। চুক্তি নবায়নের বিষয়ে রামোস বলেন, ‘এখনো নতুনভাবে কিছু হয়নি। নতুন কিছু জানাতে পারলে আমারও ভালো লাগত। নিজেকে সেভাবে তৈরি করতে পারতাম। চুক্তি নবায়নের ব্যাপারে নতুন খবর হলে আমিই সবার আগে জানাব।’

ইনজুরির কারণে দলের বাইরে আছেন রামোস। দ্রুত মাঠে ফিরে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চান রামোস, ‘আমি এখন ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছি এবং ভালোভাবে মৌসুমটা শেষ করতে চাই। ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারলে, আমার ও দলের জন্য ভালো হবে।’