বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে গাড়িচাপা দিয়ে বারবার হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সবশেষ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শুটিং থেকে বাসায় ফেরার সময় উত্তরায় তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা হয়।
এর আগের দিন রাতেও উত্তরায় জসীমউদ্দীন রোডে রং সাইড থেকে তার গাড়ির দিকে দ্রুতগতিতে ছুটে আসে নম্বরপ্লেটবিহীন একটি গাড়ি।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বুবলী এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাইরে বের হতে পারছি না। আজ শুটিংয়েও যাইনি। একটু স্বাভাবিক হয়ে দু’একদিনের মধ্যেই নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।’
বুবলী জানান, করোনার মধ্যে একবার একইভাবে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা হয়। তখন বিষয়টি হালকাভাবে নিলেও বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন একইভাবে গাড়িচাপা দেয়ার চেষ্টায় তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চোখ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত চিত্রনায়িকা বলেন, ‘আমাকে বারবার হত্যা করতে চাইছে। কারা এটা চাইছে, তা বুঝতে পারছি না। তবে মেরে ফেললে তো তারা খুনের মামলায় ঝামেলায় জড়িয়ে যাবে। এজন্য কৌশলে গাড়িচাপা দিয়ে সড়ক দুর্ঘটনায় স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছে হয়তো।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেও ড্রাইভ করতে জানি। বুঝতে পারি তো কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। রং সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, তবে তা ধীরে আসে।
এতো দ্রুত গতিতে রং সাইড থেকে গাড়ি এসে কাউকে চাপা দিতে চাওয়াটা অস্বাভাবিক। আর এখন তো ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ভাল। রং সাইডে গাড়ি ঢোকেই না।’