স্টাফ রিপোর্টার নওগাঁ: শুক্রবার ভোরে নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে প্রতিপক্ষরা সাত বিঘা জমির লাগানো বোরো ধানগাছ বিনষ্ট করেছে।
উপজেলা সদরের হাজী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন যে, তিন বছর আগে তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইল মৌজায় সাত বিঘা জমি কিনে সেখানে ৭০টি আমগাছ লাগান।
সে জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়ে প্রতিবছর ফসল উৎপাদন করে আসছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন সন্ত্রাসী সে জমির ধান কেটে নিয়ে গেলে হাজী মোয়াজ্জেমের পক্ষে নওগাঁর মহাদেবপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।
মামলায় বিজ্ঞ আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। তিনি এবার ওই জমিতে বোরো ধান রোপন করেন।
কিন্তু প্রতিপক্ষ হোসেন আলী খোকা, মান্নান, জিয়াউল, মনির প্রমুখ আদালতের ওই আদেশ অমান্য করে হাল বওয়া ট্রাক্টর দিয়ে সে ধানগাছগুলো সম্পূর্ণ বিনষ্ট করে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।