ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বইতে শুরু করেছে গত কয়েক দিন ধরে। প্রায় সারাদেশের ওপর দিয়েই তীব্র শৈত্যপ্রবাহ বইছে|

বুধবার তাপমাত্রা অল্প কিছুটা বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৪, যা গতকাল ছিল শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতায় খুব একটা তারতম্য হয়নি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা কমার বদলে আজ থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে। রাজধানীতে শীতের প্রভাব কমতে শুরু করেছে, বাড়ছে তাপমাত্রাও।

শৈত্যপ্রবাহের মধ্যে ঘন কুয়াশার কারণে টানা কয়েকদিনের হাড় কাঁপানো ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ত্রিমুখী হানায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামীণ জনপদের নিম্ন আয়ের মানুষেরা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, চলতি মৌসুমে সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চলসহ আশাপাশের এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গেরে ওপর প্রভাব ফেলেছে। গত ১০ বছরের মধ্যে শীতলতম ফেব্রুয়ারি এটি।

এই অবস্থা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিরাজ করবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর। তবে প্রথম সপ্তাহ শেষে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

আপডেট সময় ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বইতে শুরু করেছে গত কয়েক দিন ধরে। প্রায় সারাদেশের ওপর দিয়েই তীব্র শৈত্যপ্রবাহ বইছে|

বুধবার তাপমাত্রা অল্প কিছুটা বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৪, যা গতকাল ছিল শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতায় খুব একটা তারতম্য হয়নি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা কমার বদলে আজ থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে। রাজধানীতে শীতের প্রভাব কমতে শুরু করেছে, বাড়ছে তাপমাত্রাও।

শৈত্যপ্রবাহের মধ্যে ঘন কুয়াশার কারণে টানা কয়েকদিনের হাড় কাঁপানো ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ত্রিমুখী হানায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামীণ জনপদের নিম্ন আয়ের মানুষেরা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, চলতি মৌসুমে সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চলসহ আশাপাশের এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গেরে ওপর প্রভাব ফেলেছে। গত ১০ বছরের মধ্যে শীতলতম ফেব্রুয়ারি এটি।

এই অবস্থা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিরাজ করবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর। তবে প্রথম সপ্তাহ শেষে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471