স্টাফ রিপোর্টার নওগাঁ: বল যতই গড়াচ্ছে বাড়ছে টান টান উত্তেজনা আর সে সাথে দর্শকদের হাত তালি, দীর্ঘ দিন পর ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে নওগাঁয় এভাবেই মেতে উঠে দর্শকরা ।
খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের । সুস্থ ধারার খেলা ধুলার মাধ্যমে সামাজিক অস্থিরতা রোধ করতে এ আয়োজন বলছেন বলছে আয়োজকরা ।
খেলোয়ারদের পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছাস আর উত্তেজনা । মাঠের চার পাশ তখন হাজারো ফুটবল প্রেমী মানুষের ঢল । সবার দৃষ্টি মাঠের খেলোয়াদের পায়ের দিকে । নওগাঁর মহাদেবপুর উত্তর গ্রাম মাঠে বল নিয়ে খেলোয়ারদের পায়ের কসরতে প্রাণ ফিরে পায় সবুজ মাঠ । শীতের পরন্ত বিকেলে গ্রামীণ জনপদে আবহমান বাংলার জনপ্রিয় এ ফুটবল খেলার প্রচারণা তেকমন চালাতে হয়নি ।
কিন্ত দুপুর পর থেকেই মাঠে তিল ধারণের যেন ঠায় নেই । খেলা দেখতে ঢল নামে নানা শ্রেনী পেশার মানুষের । বেশ ক জন দর্শনার্থী বলেন, খুব ভাল লাগছে খেলা দেখে । অনেক দিন ধরেই করোনার কারণে ফুটবল খেলা হয়না । এমন সময় এ আয়োজন বেশ আনন্দ পায় দর্শনার্থীরা ।
গোল পোষ্টে বল ঠেলে দিতে দু পক্ষের ছিল সমান চেষ্টা । লাল কালো গেঞ্জি পড়া খেলোয়ারদের প্রেরণা দিতে মাঠের এ পাশ থেকে দর্শকদের উচ্ছাসের যেন কমতি ছিল না । আর দীর্ঘ দিন পর মাঠে খেলা দেখাতে পেরে খুশি খেলোয়াররা ।
খেলায় সার্বিক সহযোগিতা দিয়েছেন উত্তর গ্রামের বেশ ক জন কৃতি সন্তান । তাদের মধ্যে রয়েছে গোলাম কিবরিয়া নাইস, শাহিনুর রহমান ও আবু হাসান ।
এ ছাড়া উত্তর গ্রামের চেয়ারম্যান আবিদ হোসেন সরকার প্রথম থেকেই উৎসাহ দেন খেলাটি উত্তর গ্রামের মাঠে করার জন্য ।
খেলা শুরুর আগে আয়োজকরা খেলার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, এ সময় গোলাম কিবরিয়া নাইস বলেন, আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে এগিয়ে নিতে চাই । এ জন্য আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেন তিনি । তিনি উত্তর গ্রাম ইউনিয়নের আগামী নির্বাচনে প্রার্থী । বক্তব্য সবার দোয়া চান তিনি ।
খেলায় স্পন্সর দেন তরুণ সমাজ কর্মী শাহিনুর রহমান । তিনি বলেন, আবহমান বাংলার জনপ্রিয় খেলা ফুটবল ।
এ খেলা এখন অনেকটা অপ সংস্কৃতির বেড়াজালে নতুন প্রজন্ম ভুলতে বসেছে । তিনি সকলের দোয়া চান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর গ্রাম ইউনিয়নের প্রার্থী হবেন । সকলের দোয়ায় জয়ী হলে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন তার। আর এক সমাজ কর্মী আবু হাসান বলেন, করোনা মোকাবিলায় তিনি মাঠে আসা দর্শনার্থীর জন্য মাক্স বিতরণ করেন ।
তিনিও আগামী নির্বাচনে এ ইউনিয়নের জন্য প্রার্থী হবেন । সকলের দোয়া নিয়ে কাজ করার প্রত্যায় তারও রয়েছে । এর পর খেলা শুরু হলে টানা ১ ঘন্টায় কোন গোল ছাড়ায় মাঠে বল নিয়ে দৌড়া ঝাপ ছিল খেলোয়ারদেও ।
তবে খেলা শেষের মাত্র ১০মিনিট আগে দর্শনার্থীদের আশা পুরণ করে মহাদেবপুর একাডেমীর খেলোয়াররা ।
বিদ্রোহী কবি কাজী নজরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্যেগে ৮ টি দলের খেলা হয় । ফাইনাল খেলায় হাসাইগাড়ী একাডেমীকে এক গোলে পরাজিত করে মহাদেবপুর একাডেমী বিজয়ী হয় ।