ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনা ছাড়ুক মেসি, চেয়েছিলেন সাকিব

মেসি বার্সেলোনা ছাড়ুক, চেয়েছিলেন সাকিব

আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির বেশ বড় ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি মৌসুম শুরুর আগে বার্সার সঙ্গে মেসির টানাপোড়েনের খবর তিনি অনুসরণ করেছেন আগ্রহ নিয়ে। তখন সাকিব চেয়েছিলেন মেসির দলবদল।সাকিব নিজের ইউটিউব চ্যানেলে সংবাদকর্মী ও ভক্ত-সমর্থকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন।

সেখানে এক প্রশ্নের জবাবে একথা জানান সাকিব।

সাকিব বলেন, “আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যান সিটিতে যাক অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারত, স্বাধীনভাবে খেলতে পারত। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।

এই বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারত, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব হয় নয়, কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।”

তবে মেসি দলবদল না করতে পারলেও মেসির শুভ কামনা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, “শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে, আমি চাইব, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।”

ট্যাগস
সর্বাধিক পঠিত

বার্সেলোনা ছাড়ুক মেসি, চেয়েছিলেন সাকিব

আপডেট সময় ০১:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির বেশ বড় ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি মৌসুম শুরুর আগে বার্সার সঙ্গে মেসির টানাপোড়েনের খবর তিনি অনুসরণ করেছেন আগ্রহ নিয়ে। তখন সাকিব চেয়েছিলেন মেসির দলবদল।সাকিব নিজের ইউটিউব চ্যানেলে সংবাদকর্মী ও ভক্ত-সমর্থকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন।

সেখানে এক প্রশ্নের জবাবে একথা জানান সাকিব।

সাকিব বলেন, “আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যান সিটিতে যাক অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারত, স্বাধীনভাবে খেলতে পারত। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।

এই বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারত, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব হয় নয়, কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।”

তবে মেসি দলবদল না করতে পারলেও মেসির শুভ কামনা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, “শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে, আমি চাইব, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।”