স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
করোনা ভাইরাসের কারনে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জানা গেছে, করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ দিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।