ক্রীড়া ডেস্কঃ বৃষ্টির কারণে পুরো একটি দিনের খেলাই হয়নি। প্রথম দিনও খেলা হয়েছে বেশ কিছু ওভার কম। তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে, সবাই ধরে নিয়েছিল, ওল্ড ট্র্যাফার্ডে টেস্ট ম্যাচটা ড্র হতেই যাচ্ছে।
কিন্তু ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। বিশেষ করে টেস্ট ক্রিকেট। যে কোনো একটি সেশনেই বদলে যেতে পারে পুরো খেলার চিত্র।
উল্টে যেতে পারে দাবার গুটি। সব হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে ক্ষণিকের পারফরম্যান্সে।
ওল্ড ট্র্যাফোর্ডে যেন সেটাই ঘটছে। যে ম্যাচটিকে সবাই ‘ড্র’ ধরে নিয়েছিল, শেষ দিনের নাটকীয়তায় সেই ম্যাচটিই এখন জিততে যাচ্ছে ইংল্যান্ড। স্বাগতিক বোলারদের চাপের মুখে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছুঁড়ে দেন ইংলিশ অধিনায়ক জো রুট। যার ফলে শেষ তথা ম্যাচের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩১২ রানের।
কিন্তু জবাব দিতে নেমে দুই ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকসের তোপের মুখে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে ক্যারিবীয়রা।
মাত্র ২৩ রানেই হারিয়ে বসেছে তারা ৩ উইকেট। এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেট হারিয়ে ২৫। খেলেছে কেবল ১১ ওভার।
দিনের এখনও ৭৪ ওভার বাকি। ক্যারিবীয়দের জয়ের জন্য রান প্রয়োজন ২৮৭। ইংল্যান্ডের প্রয়োজন আর ৭ উইকেট।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৬৯ রানের জবাবে ভালোই ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েটের ৭৫, সামারাহ ব্রুকসের ৬৮ এবং রস্টোন চেজের ৫১ রানের ওপর ভর করে এগিয়ে যাচ্ছিল ক্যারিবীয়রা।
কিন্তু শেষ মুহূর্তে ঝড় তোলেন স্টুয়ার্ট ব্রড। তার বোলিং তোপের সামনে ২৮৭ রানেই অলআউট হয়ে যায় জেসন হোল্ডারের দল।
ফলে ১৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। মজার বিষয় হলো, এবার ইংলিশ ইনিংসের ওপেন করতে নামেন বেন স্টোকস।
জস বাটলারের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন তিনি। বাটলার শূন্য রানে আউট হয়ে গেলেও বেন স্টোকস দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি।
৫৭বলে ৭৮ রানে অপরাজিত থাকেন স্টোকস। জো রুট ২২ রান করে রানআউট হয়ে যান। ওলি পোপ অপরাজিত থাকেন ১২ রানে।
৩ উইকেটে ১২৯ রান করে ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক। ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেল, ব্র্যাথওয়েট এবং সাই হোপের উইকেট হারিয়ে বসে তারা।