ক্রীড়া ডেস্কঃ চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার এফএ কাপের ফাইনালে যাওয়ার স্বপ্নটাও বিসর্জন দিতে হলো তাদের।
গোলরক্ষক ডেভিড ডি গিয়ার আরেকটি দুঃস্বপ্নের রাতে ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে ৩-১ ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।
এই জয়ে ফাইনাল নিশ্চিত করা ব্লুজরা শিরোপা জয়ের লড়াইয়ে নামবে আর্সেনালের বিপক্ষে। আগেরদিন শেষ চারের আরেক লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারায় গানাররা।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা তেমন ভালো না হলেও শেষদিকে দারুণ সব জয় পেয়েছিল ইউনাইটেড।
টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল ওলে গানার সুলশারের দল। কিন্তু রোববার (১৯ জুলাই) রাতে তারা নিজেদের সেই অপ্রতিরোধ্যতা ধরে রাখতে পারেনি চেলসি বিপক্ষে।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। বিরতিতে যাওয়ার অল্প আগে জিরোর গোলে এগিয়েও যায় তারা। আর দ্বিতীয়ার্ধ শুরু করার প্রথম মিনিটে আবারও ব্লুজদের এগিয়ে দেন মাউন্ট।
এরপর গোল শোধ করতে গিয়ে উল্টো ৭৮তম মিনিটে মাগুইরের গোলে তৃতীয়বার পিছিয়ে পড়ে ইউনাইটেড। গোলের দেখা অবশ্য তারা ঠিকই পেয়েছে।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্দেস। তবে ম্যাচের বাকি সময়টা নিজেদের রক্ষণভাগ সামলে জয় তুলে ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা।