ক্রীড়া ডেস্কঃ দুই মেয়াদে দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। চার বছর দায়িত্ব পালনের পর বুধবার (১ জুলাই) পদত্যাগ করেছেন তিনি।
আইসিস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার-
আগ পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মনোহরের স্থলাভিষিক্ত খোঁজার প্রক্রিয়া শুরু করবে আইসিসি।
উল্লেখ্য, চেয়ারম্যান পদের জন্য জোরেসোরেই শোনা যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম।
যদি সৌরভ এই পদের জন্য নাম দেন, তবে তিনি হবেন শক্ত প্রতিদ্বন্দ্বী।