ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে মাঠে ধানকাটার সময় বজ্রপাতে কিশোর নিহত

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ  যশোরের চৌগাছার মাঠে ধানকাটার সময় এক কিশোর নিহত ও ৪ কৃষক আহত হয়েছে। আহতের মধ্যে একজনকে সেনা সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

নিহত কিশোর শরিফুল ইসলাম (১৪) চৌগাছার ফুলসারা ইউনিয়নের চাঁদা আফরা গ্রামের শাহিনুর রহমানের ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে চাঁদা আফরা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আতিয়ার রহমান (৫৫)সহ আহত অপর তিনজন চাঁন্দা আফরা গ্রামের বাসিন্দা।

ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান ও চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে নিহত শরিফুল ইসলাম, আহত আতিয়ার রহমানসহ ৫জনে চাঁন্দা আফরা গ্রামের মাঠে ধান কাটছিল।

এসময় বজ্রপাতে শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় কৃষক আতিয়ার রহমানসহ ৪জন। আতিয়ার রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিয়ার রহমানকে উদ্ধারকারী লে. ওয়াহিদা জানান, তিনি চৌগাছা থেকে ফেরার সময় আতিয়ার রহমানের স্বজনরা রাস্তার পাশে দাঁড়িয়ে হেলফ চায়। তখন তাকে গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, আতিয়ার রহমানের অবস্থা এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

যশোরে মাঠে ধানকাটার সময় বজ্রপাতে কিশোর নিহত

আপডেট সময় ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

যশোর প্রতিনিধিঃ  যশোরের চৌগাছার মাঠে ধানকাটার সময় এক কিশোর নিহত ও ৪ কৃষক আহত হয়েছে। আহতের মধ্যে একজনকে সেনা সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

নিহত কিশোর শরিফুল ইসলাম (১৪) চৌগাছার ফুলসারা ইউনিয়নের চাঁদা আফরা গ্রামের শাহিনুর রহমানের ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে চাঁদা আফরা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আতিয়ার রহমান (৫৫)সহ আহত অপর তিনজন চাঁন্দা আফরা গ্রামের বাসিন্দা।

ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান ও চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে নিহত শরিফুল ইসলাম, আহত আতিয়ার রহমানসহ ৫জনে চাঁন্দা আফরা গ্রামের মাঠে ধান কাটছিল।

এসময় বজ্রপাতে শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় কৃষক আতিয়ার রহমানসহ ৪জন। আতিয়ার রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিয়ার রহমানকে উদ্ধারকারী লে. ওয়াহিদা জানান, তিনি চৌগাছা থেকে ফেরার সময় আতিয়ার রহমানের স্বজনরা রাস্তার পাশে দাঁড়িয়ে হেলফ চায়। তখন তাকে গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, আতিয়ার রহমানের অবস্থা এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।