ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ Logo গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িতে ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলা Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬১ ফিলিস্তিনি Logo কন্যা সন্তানের বাবা-মা হলেন কিয়ারা-সিদ্ধার্থ, Logo গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা Logo জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি Logo ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক Logo নিজ পিতার ধর্ষণের শিকার তরুণী, জামিনে মুক্ত আসামির হুমকিতে নিরাপত্তাহীনতায় Logo নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে, গেটে ঝুলছে তালা Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

জীবনের আসল খেলা করোনাভাইরাস : মাশরাফি

ক্রীড়া ডেস্কঃ  করোনাভাইরাসের কারণে পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে গোটা বিশ্ব। ব্যাহত হয়েছে জনজীবন, হয়েছে লক্ষাধিক প্রাণহানি, ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এর বিরুদ্ধে লড়াইয়ের কোন পথ জানা নেই কারও।

এর থেকে বাঁচার উপায় একটাই, সেটি হলো ঘরে থাকা।

এমতাবস্থায় এ করোনাভাইরাসকে জীবনের আসল খেলা বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজা।

এমনিতে খেলার মাঠে যা হয়, তার চেয়ে এই করোনাভাইরাসই এখন জীবনের আসল খেলা বলে জানিয়েছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘(লিওনেল) মেসি, (ক্রিশ্চিয়ানো) রোনালদো, (গ্যারেথ) বেল, বিরাট (কোহলি), (জো) রুট, (কেন) উইলিয়ামসন, (রজার) ফেদেরার, (রাফায়েল) নাদাল, (নোভাক) জোকোভিচ- এরা শুধুমাত্রই খেলার (চরিত্র) ভাই। কোভিড-১৯ (করোনাভাইরাস) এখন জীবনের আসল খেলা।’

এর থেকে রক্ষা পেতে আল্লাহর দয়া কামনা করে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ, আপনার দয়ার আমাদের নিরাপদ রাখুন। আশা করি খেলার তারারা নিজেদের পূর্ণ উদ্যমে পুনরায় মাঠে নামতে পারবে এবং সবাই তাদের স্কিল উপভোগ করবে। কখনও কখনও এটা খেলার চেয়েও বড়। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

ট্যাগস

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ

জীবনের আসল খেলা করোনাভাইরাস : মাশরাফি

আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

ক্রীড়া ডেস্কঃ  করোনাভাইরাসের কারণে পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে গোটা বিশ্ব। ব্যাহত হয়েছে জনজীবন, হয়েছে লক্ষাধিক প্রাণহানি, ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এর বিরুদ্ধে লড়াইয়ের কোন পথ জানা নেই কারও।

এর থেকে বাঁচার উপায় একটাই, সেটি হলো ঘরে থাকা।

এমতাবস্থায় এ করোনাভাইরাসকে জীবনের আসল খেলা বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজা।

এমনিতে খেলার মাঠে যা হয়, তার চেয়ে এই করোনাভাইরাসই এখন জীবনের আসল খেলা বলে জানিয়েছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘(লিওনেল) মেসি, (ক্রিশ্চিয়ানো) রোনালদো, (গ্যারেথ) বেল, বিরাট (কোহলি), (জো) রুট, (কেন) উইলিয়ামসন, (রজার) ফেদেরার, (রাফায়েল) নাদাল, (নোভাক) জোকোভিচ- এরা শুধুমাত্রই খেলার (চরিত্র) ভাই। কোভিড-১৯ (করোনাভাইরাস) এখন জীবনের আসল খেলা।’

এর থেকে রক্ষা পেতে আল্লাহর দয়া কামনা করে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ, আপনার দয়ার আমাদের নিরাপদ রাখুন। আশা করি খেলার তারারা নিজেদের পূর্ণ উদ্যমে পুনরায় মাঠে নামতে পারবে এবং সবাই তাদের স্কিল উপভোগ করবে। কখনও কখনও এটা খেলার চেয়েও বড়। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’