চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া থেকে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলিংয়ের দায়ে চার যুবককে আটক করেছে র্যাব।
রবিবার দিবাগত রাত দেড় টার দিকে নিজ নিজ বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়।আটককৃতরা হল- কাঠিয়ারপাড়ার মো. নিশান আলী, মো. জহুরুল ইসলাম জনি, মোহা. শামীম রেজা, মো. হিমেল।
র্যাব জানায়, কয়েকমাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে নিশান আলী। ওই ধর্ষণের ভিডিও করে তার বাকি তিন বন্ধু।
পরে ওই ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে অনেকবার ধর্ষণ করে কিশোরীকে। পাশাপাশি নগদ অর্থও আদায় করে।
এক পর্যায়ের বিষয়টি নিয়ে ওই কিশোরীর পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।