ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

ধামইরহাটে বিষ মাখানো গম-চাল ছিটিয়ে পাখি ও কবুতর নিধন

মৃত পাখি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে গম ও চালে বিষ মিশিয়ে পাখি নিধনের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর মারা যাওয়ায় এলাকায় কবুতর মালিকগণ ও প্রকৃতি প্রেমিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী দিনেশ মাহাত জানান, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল মন্টু পাড়া এলাকার মাঠে বিষ মেশানো গম, চাল ও সরিষা ছিটিয়ে দেয় এলাকার কতিপয় দুর্বুত্তরা। এই বিষ মেশানো গম চাল খেয়ে কবুতর, ঘুঘু পাখি, শালিক, গুদু–রকানি, বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক পাখি ও অর্ধ শতাধিক কবুতর নিধন করা হয়েছে।
বিশেষ করে ওই এলাকার আদিবাসী সিং সম্প্রদায় ও কিছু উঠতি বয়সের যুবকরা এই ভাবে পাখি শিকার করে কেউ রান্না খাচ্ছে, আবার কেউ কবুতর মেরে মানুষের ক্ষতি করছে বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনায় প্রকৃতি প্রেমী ইতিহাসবিদ ধামইরহাট সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, বিষ দিয়ে পাখি নিধন একটি গুরুত্বর অপরাধ, যা বন্যপ্রাণি সংরক্ষণ আইনের পরিপন্থি, জীব বৈচিত্র ও প্রকৃতি সংরক্ষনে পাখিদের বিচরণ অতি প্রয়োজন, পাখিদের কলতানে মুখরিত আমাদের আলতাদিঘী জাতীয় উদ্যানের আসা পর্যটকরাও পাখি দেখতেও অনেকেই আলতাদিঘীতে আসে, আমি এই ঘটনার নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
১৯ এপ্রিল দুপুর ১২ টায় ঘটনা সরেজমিন গিয়ে দেখা যায়, ওই এলাকায় কোকিল মন্টু পাড়ার উত্তর মাঠে চাল ও গম ছিটানো দেখা যায়। ভুক্তভোগী দিনেশ মাহাত’র ২৪ টি কবুতর মারা গেছে, অপর ভুক্তভোগী তোজাম্মেল বলেন, স্থানীয় বেলালের বেটা (ছেলে) রবিউল, পাশ্ববর্তী স্বপন সিংহ এর ছেলে বৈদ্যসিং, প্রতিবেশী রবি সিংসহ হিন্দু ও মুড়া পাড়ার কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি জেনেছি, এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে তারা প্রকৃতির প্রেম বন্যপ্রাণি ও বিভিন্ন পাখি ধ্বংস করবে, আমরা তা হবে দেব না।
ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের তথ্যমতে দুর্বৃত্তরা বহুদিন ধরেই তারা পাখি শিকার করে আসছিল, যা কখনই আমাদের কেউ অভিযোগ করেনি, যখন কবুতর মরতে শুরু হলো, তখন টনক নড়ে স্থানীয়দের, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি, অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ট্যাগস

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

ধামইরহাটে বিষ মাখানো গম-চাল ছিটিয়ে পাখি ও কবুতর নিধন

আপডেট সময় ০৬:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে গম ও চালে বিষ মিশিয়ে পাখি নিধনের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর মারা যাওয়ায় এলাকায় কবুতর মালিকগণ ও প্রকৃতি প্রেমিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী দিনেশ মাহাত জানান, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল মন্টু পাড়া এলাকার মাঠে বিষ মেশানো গম, চাল ও সরিষা ছিটিয়ে দেয় এলাকার কতিপয় দুর্বুত্তরা। এই বিষ মেশানো গম চাল খেয়ে কবুতর, ঘুঘু পাখি, শালিক, গুদু–রকানি, বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক পাখি ও অর্ধ শতাধিক কবুতর নিধন করা হয়েছে।
বিশেষ করে ওই এলাকার আদিবাসী সিং সম্প্রদায় ও কিছু উঠতি বয়সের যুবকরা এই ভাবে পাখি শিকার করে কেউ রান্না খাচ্ছে, আবার কেউ কবুতর মেরে মানুষের ক্ষতি করছে বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনায় প্রকৃতি প্রেমী ইতিহাসবিদ ধামইরহাট সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, বিষ দিয়ে পাখি নিধন একটি গুরুত্বর অপরাধ, যা বন্যপ্রাণি সংরক্ষণ আইনের পরিপন্থি, জীব বৈচিত্র ও প্রকৃতি সংরক্ষনে পাখিদের বিচরণ অতি প্রয়োজন, পাখিদের কলতানে মুখরিত আমাদের আলতাদিঘী জাতীয় উদ্যানের আসা পর্যটকরাও পাখি দেখতেও অনেকেই আলতাদিঘীতে আসে, আমি এই ঘটনার নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
১৯ এপ্রিল দুপুর ১২ টায় ঘটনা সরেজমিন গিয়ে দেখা যায়, ওই এলাকায় কোকিল মন্টু পাড়ার উত্তর মাঠে চাল ও গম ছিটানো দেখা যায়। ভুক্তভোগী দিনেশ মাহাত’র ২৪ টি কবুতর মারা গেছে, অপর ভুক্তভোগী তোজাম্মেল বলেন, স্থানীয় বেলালের বেটা (ছেলে) রবিউল, পাশ্ববর্তী স্বপন সিংহ এর ছেলে বৈদ্যসিং, প্রতিবেশী রবি সিংসহ হিন্দু ও মুড়া পাড়ার কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি জেনেছি, এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে তারা প্রকৃতির প্রেম বন্যপ্রাণি ও বিভিন্ন পাখি ধ্বংস করবে, আমরা তা হবে দেব না।
ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের তথ্যমতে দুর্বৃত্তরা বহুদিন ধরেই তারা পাখি শিকার করে আসছিল, যা কখনই আমাদের কেউ অভিযোগ করেনি, যখন কবুতর মরতে শুরু হলো, তখন টনক নড়ে স্থানীয়দের, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি, অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।