ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খরিপ ১ মৌসুম খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনা প্রদান করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৬ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে পৌরসভা, উমার ও ধামইরহাট ইউনিয়নের কৃষকদের মাঝে ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার ও ৫ কেজি আঊষ ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা জানান, খরিপ ১ মৌসুমে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলায় মোট ৫৬০ জন কৃষককে এই প্রনোদনা দেয়া হবে, ইরি-বোরো চাষাবাদের পর যেন মাটি অনাবাদী না থাকে,সে লক্ষে বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে ব্যাপক সরকার ভর্তূকি দিয়ে যাচ্ছে।
যাতে তিন ফসলী জমি অনাবাদি না থাকে ও খাদ্য শষ্য উৎপাদন বৃদ্ধি পায়।