স্টাফ রিপোর্টারঃ চলমান করোনা পরিস্থিতে রাজধানীতে কারফিউ জারি না করলে মরামারি ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
তাই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে কারফিউ জারির ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া স্ট্যাটাসে মেহেদী লিখেছেন, আমি আপনার একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। আজ জাতির উদ্দেশ্যে আপনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জেনে আনন্দিত। আপনার একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে সবিনয়ে রাজধানী ঢাকায় কারফিউ জারি এবং সারাদেশে লকডাউন ঘোষণা করার জন্য আকুল আবেদন জানাই। কারফিউ ছাড়া দেশের মানুষকে ঘরে রাখা অসম্ভব।
কারফিউ জারি না করলে আল্লাহ না করুক, ১ বছর সরকারি ছুটি দিলেও মহামারি ঠেকানো যাবে না।