বরিশাল প্রতিনিধিঃ বরিশালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেওয়ায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ মার্চ) দুপুরে হাতেনাতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এ দণ্ডাদেশ দেওয়ার পর প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, বিদ্যালয় ও কোচিং ক্লাস বন্ধ রাখার নির্দেশনা উপেক্ষা করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেওয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা দুপুরে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ৩ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এছাড়া বেশি মূল্যে মাস্ক বিক্রি করায় রাজিয়া মেডিকেল হল এর মালিক মো. রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।