ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

 ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) ভোরে নীলফামারী রেলস্টেশনের অদূরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তারা হলেন- জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।

নীলফামারী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশের পূর্বে সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হচ্ছিলো। সেসময় ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এলাকাবাসী জানান, তারা দুইজন পেশায় রাজমিস্ত্রী হলেও কাজ সংকটে তারা পলাশবাড়িতে আমন ধানের চারা রোপনের জন্য কৃষক দুলাল চন্দ্রের জমিতে যাচ্ছিল। দুইজন একটি মোটরসাইকেলে ছিল।

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, “সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করা হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকা পড়েছিল। পরে সেটি অপসারণ করে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার পথে চলে যায়।”

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১১:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) ভোরে নীলফামারী রেলস্টেশনের অদূরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তারা হলেন- জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।

নীলফামারী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশের পূর্বে সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হচ্ছিলো। সেসময় ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এলাকাবাসী জানান, তারা দুইজন পেশায় রাজমিস্ত্রী হলেও কাজ সংকটে তারা পলাশবাড়িতে আমন ধানের চারা রোপনের জন্য কৃষক দুলাল চন্দ্রের জমিতে যাচ্ছিল। দুইজন একটি মোটরসাইকেলে ছিল।

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, “সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করা হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকা পড়েছিল। পরে সেটি অপসারণ করে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার পথে চলে যায়।”

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471