ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ অশোক কুমার দত্ত দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. রকিবুল ইসলাম।

দণ্ড পাওয়ারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ, শাহজাহান শেখ এবং মো. শামীম ওরফে ভাগ্নে শামীম। তাদের মধ্যে শাহজাহান ও শামীম পলাতক আছেন।

মামলার বরাতে এপিপি রকিবুল বলেন, ২০২০ সালের ৬ মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের প্রয়াত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার (৪০) তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন।

রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। পরদিন ৭ মার্চ সকালে ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় সড়কের পাশে ফারুক তালুদারের লাশ পাওয়া যায়। তবে তার ইজিবাইকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় ফারুকের ভাই হান্নান তালুকদার ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের মামলা করেন বলে জানান এপিপি।

তিনি বলেন, তদন্ত শেষে ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিরা চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস করে করাবাসে থাকতে হবে বলে জানান রকিবুল ইসলাম।

রায় ঘোষনার সময় আনিস মল্লিক ও মোঃ শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি মোঃ শাজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।

এ ছাড়া বিচারক সাজা পাওয়া পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ট্যাগস

ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ অশোক কুমার দত্ত দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. রকিবুল ইসলাম।

দণ্ড পাওয়ারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ, শাহজাহান শেখ এবং মো. শামীম ওরফে ভাগ্নে শামীম। তাদের মধ্যে শাহজাহান ও শামীম পলাতক আছেন।

মামলার বরাতে এপিপি রকিবুল বলেন, ২০২০ সালের ৬ মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের প্রয়াত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার (৪০) তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন।

রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। পরদিন ৭ মার্চ সকালে ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় সড়কের পাশে ফারুক তালুদারের লাশ পাওয়া যায়। তবে তার ইজিবাইকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় ফারুকের ভাই হান্নান তালুকদার ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের মামলা করেন বলে জানান এপিপি।

তিনি বলেন, তদন্ত শেষে ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিরা চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস করে করাবাসে থাকতে হবে বলে জানান রকিবুল ইসলাম।

রায় ঘোষনার সময় আনিস মল্লিক ও মোঃ শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি মোঃ শাজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।

এ ছাড়া বিচারক সাজা পাওয়া পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471