ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী ২ যুবক আহত

বান্দরবানের তমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে আরকান আর্মির দখল স্থান থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দি‌কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছেলে হোসাইন। তারা দুই জনই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের বাসিন্দা।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজার জেলা, উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় রাতে ধানখেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার অর্থাৎ মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।ধারণা করা হচ্ছে ওপার থেকে আরাকান আর্মির সদস্যরাই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন।

তিনি জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারে কোনো চোরাচালানের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী ২ যুবক আহত

আপডেট সময় ১২:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বান্দরবানের তমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে আরকান আর্মির দখল স্থান থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দি‌কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছেলে হোসাইন। তারা দুই জনই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের বাসিন্দা।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজার জেলা, উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রুর উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় রাতে ধানখেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার অর্থাৎ মিয়ানমার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।ধারণা করা হচ্ছে ওপার থেকে আরাকান আর্মির সদস্যরাই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন।

তিনি জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন মিয়ানমারে কোনো চোরাচালানের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471